নিরাপদ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ জুলাই) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ কথা জানিয়েছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, টেক্সটাইল, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও অন্যান্য কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে ইউজিসি এ পদক্ষেপ নিয়েছে।